
প্রকাশ: ১১ জুন ২০১৯, ৩:১৩

সোনারগাঁ-গুলিস্তান রুটের স্বদেশ পরিবহনের একটি চলন্ত বাসে এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১০ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মেঘনা নিউ টাউন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় জনতা অভিযুক্ত গাড়ির চালককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। অভিযুক্ত চালক শামীম মিয়া উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী মধ্যপাড়া গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে। ঘটনার পর হেলপার পালিয়ে গেছে, পুলিশ বাস জব্দ করে থানা নিয়ে এসেছে। মঙ্গলবার সকালে ওই তরুণী বাদি হয়ে সোনারগাঁ থানার মামলা দায়ের করেছেন। জানা যায়, ওই তরুণী গজারিয়া এলাকায় একটি ফ্যাক্টরিতে অপারেটর হিসেবে কর্মরত আছেন। ঈদের ছুটি কাটিয়ে রাত ৯টার দিকে গুলিস্তান এসে গজারিয়া ফিরতে স্বদেশ পরিবহনের ওই বাসে ওঠেন।
পরে উপস্থিত জনগণ গাড়িটি থামিয়ে দেখতে পান, চালক শামীম তরুণীকে নিয়ে ধস্তাধস্তি করছেন। এ সময় তাকে উদ্ধার করে চালকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় হেলপার পালিয়ে যায়। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, অভিযুক্তকে ও আটককৃত বাসটি থানা হেফাজতে রয়েছে। ওই তরুণী মামলা দায়ের করেছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব