শিল্পাঞ্চল আশুলিয়ায় বেপরোয়া গতিতে গাড়ী চালানোর দায়ে চালককে গনধোলাই দিয়ে বাসে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ শ্রমিক জনতা। মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় আশুলিয়া ক্লাসিকের (ঢাকা মেট্রো - ব ১২-০৮০৩) একটি বাস বেপরোয়া গতিতে এসে সড়ক পারাপার রত ম্যাডলার এ্যাপারেলস লিঃ এর ৩ শ্রমিককে ধাক্কা দেয়, এতে করে ৩ শ্রমিক মারাত্নক আহত হয়। এ আহতের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শ্রমিকরা বাসে আগুন জ্বালিয়ে দেয় এবং গাড়ি চালককে গণধোলাই দেয়। পরে সড়কটির দুই পাশে প্রায় চার কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
আহত শ্রমিকরা হলো মদিনা (২৫), নার্গিস (২৭) ও সেলিনা আক্তার (৩৫)। তারা ম্যাডলার এ্যাপারেলসে কাজ করে বলে জানা যায়। তবে গণধোলাইয়ের শিকার আহত বাস চালকের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায়, বিকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের পাশে অবস্থিত মেডলার এপারেলসের শ্রমিকরা এক যোগে বের হচ্ছিলো এমন সময় বাইপাইল থেকে ছেড়ে আসা আশুলিয়া ক্লাসিক পরিবহন নামের একটি দ্রুতগামী বাস ধাক্কা দিলে পোশাক কারখানার তিনজন শ্রমিক আহত হয়।
এ সময় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেই সাথে বাসটিকে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দীপু জানা, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তিনি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।