সাংবাদিক জাহিদ রিপনের সুস্থতা কামনায় দোয়া মিলাদ

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: মঙ্গলবার ১১ই জুন ২০১৯ ০৮:০৬ অপরাহ্ন
সাংবাদিক জাহিদ রিপনের সুস্থতা কামনায় দোয়া মিলাদ

এটিএন বাংলা, এটিএন নিউজ, দৈনিক দেশ রুপান্তরের পটুয়াখালী প্রতিনিধি, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক ও মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক জাহিদ রিপনের আশু রোগ মুক্তি কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ০৫ টায় মহিপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনির, মহিপুর থানার এসআই শামসুল আলম খান, প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক ফরাজী মো. ইমরান, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, দপ্তর সম্পাদ হাফিজুর রহমান আকাশ, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক রাসেল কবির মুরাদসহ মহিপুর প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। জাহিদ রিপনের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মধ্য সুদিরপুর জামে মসজিদের ইমাম হাফেজ আবদুল মালেক।

উল্লেখ্য, গত ০৩ জুন সোমবার জাহিদ রিপন হৃদ রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পরলে প্রথমে তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। জাহিদ বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব