নরসিংদীতে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টা, ২ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১১ই জুন ২০১৯ ০৩:৪২ অপরাহ্ন
নরসিংদীতে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টা, ২ জনের নামে মামলা

নরসিংদীর বেলাবতে ১৮ বছরের এক কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের। সোমবার দুপুরে নির্যাতিতা কলেজ পড়ুয়া শিক্ষার্থী বাদি হয়ে বেলাব থানায় ২ বখাটেকে আসামি করে মামলা দায়ের করেন। নির্যাতিত শিক্ষার্থী উপজেলার নারায়নপুর রাবেয়া মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। মামলায় অভিযুক্তরা হলেন- চর উজিলাব ইউনিয়নের চর আমলাব গ্রামের লম্পট রাসেল ও  লম্পট নুরুল ইসলাম। উন্নত চিকিৎসার জন্য নির্যাতিত শিক্ষার্থীকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নির্যাতিত শিক্ষার্থী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ জুন শনিবার রাত ১০টার দিকে ওই কলেজ শিক্ষার্থী প্রকৃতির ডাকে সারা দিতে ঘর থেকে বাহিরে বের হয়। ওই সময় পূর্ব থেকে উৎ পেতে থাকা দুই বখাটে লম্পট রাসেল ও লম্পট নুরুল মেয়েটির মুখে কাপড় দিয়ে বেঁধে বাড়ির পাশে একটি নিচু জমিতে নিয়ে যায়। সেখানে তারা জোড় পূর্বক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ধর্ষণে ব্যর্থ হয়ে মেয়েটির শরীরের বিভিন্ন স্পর্শকাতরস্থানে কামড়িয়ে ও কিলঘুষি দিয়ে গুরুতর আহত করে বখাটেরা। নির্যাতনের সময় শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। এরপরে বখাটেরা তাকে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়।

এদিকে মেয়েটিকে না পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশিরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করে। পরে রাত ১টার দিকে বাড়ির পাশে নিচু জমিতে মেয়েটিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে।শিক্ষার্থীকে উদ্ধার করে বেলাব স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এরপরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।বেলাব থানার অফিসার ইনচার্জ মোঃ ফকরুদ্দীন ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, নির্যাতিত মেয়েটি দুই বখাটেকে আসামি করে মামলা করেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব