র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, দীর্ঘদিন যাবৎ একটি মাদক ব্যবসায়ী চক্র বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্তবর্তী যশোর-বেনাপোল ও সাতক্ষীরা জেলার সীমান্ত এলাকা দিয়ে ভারত হতে অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে ফরিদপুরসহ বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রয় করে থাকে। এ বিষয়ে ফরিদপুর র্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। তদ্প্রেক্ষিতে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ভাটি কানাইপুর গ্রামস্থ জনৈক মোঃ আবুল বাশার মোল্লা নামক এক মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেন্সিডিলের একটা চালান নিয়ে বিক্রয়ের চেষ্টা করছে।
এ প্রেক্ষিতে ফরিদপুর র্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ১১/০৬/২০১৯ইং তারিখ গভীর রাতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ভাটি কানাইপুর গ্রামস্থ ১। মোঃ আবুল বাশার মোল্লা (৪৫), পিতা-মৃত ছদন মোল্লা, সাং-ভাটি কানাইপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর এর বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে বাড়ির পার্শ্ববর্তী তার মালিকানাধীন মাতৃভূমি কিন্টারগার্ডেন নামক স্কুলের টিনের ঘরের মধ্যে থেকে ৫৫৯(পাঁচশত ঊনষাট) বোতল ফেন্সিডিল ও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি সিমকার্ডসহ ০১টি মোবাইল সেট উদ্ধার করে।
ধৃত আসামী উক্ত বিপুল পরিমান ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ মালিকানাধীন স্কুলের একটি কক্ষে সংরক্ষন করেছিলো। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল যশোর জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে ফরিদপুরসহ আশেপাশের জেলার মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারী ও খুচরা বিক্রিয় করে থাকে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেন্সিডিল ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন আছে ও উক্ত চক্রের অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।