আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। প্রায় ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি। সেনা সমর্থিত ১/১১’র সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার হন তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা।
কারাগারে অসুস্থ হয়ে পড়লে তখন বিদেশে চিকিৎসার জন্য তাকে মুক্তি দেয়ার দাবি ওঠে। আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আন্দোলন-সংগ্রামের মুখে সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। ক্ষমতাসীন দলটি এই দিবসকে নানা আয়োজনে স্মরণ করছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।