নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠি গ্রামের ডিকে পলাশ (৩২) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে একশ পিচ ইয়াবা সহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার(১০ জুন) সন্ধ্যার দিকে উপজেলার থানা ব্রীজের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। পলাশ ওই গ্রামের মৃত আবুল কালাম আকনের ছেলে।
নেছারাবাদ থানার এ,এস,আই মোজাম্মেল জানান,গোপন সংবাদে সু-নির্দিষ্ট তথ্যর ভিত্তিতে তারা বিকেল থেকে ব্রীজের আশ পাশে অবস্থান নিয়েছিল। পলাশ ইয়াবা নিয়ে এসে পুলিশের উপস্থিতি টের পেয়ে সাথে থাকে ইয়াবাগুলো ব্রীজের উপর থেকে ফেলে দেয়। সাথে সাথে ফেলে৷ দেওয়া ইয়াবা উদ্ধার করে তাকে গ্রেফতার করা থানাশ নিয়ে আসা হয়েছে। এ ব্যপারে থানায় মাদক আইনে মামলার দায়েরের প্রস্তুতি চলছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।