মাদারীপুরে আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিক প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে এর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের কটুক্তি ও অশোভনীয় আচারনের অভিযোগ করেছে মুক্তিযোদ্ধারা। কাজল কৃষ্ণ দে এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবিতে সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করছে মাদারীপুরের মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। মানববন্ধন শেষে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলামের কাছে স্বারকলিপি দিয়েছে তারা।
স্বারকলিপিতে তারা উল্লেখ করেছে, গত ৭ জুন বেলা সোয়া ১২ টায় সদর উপজেলার শ্রীনদী বাজারে কাজল কৃষ্ণ দে এর প্রতিদন্দি প্রার্থী ওবাইদুর রহমান খানের আনারস প্রতিকে নির্বাচনী প্রাচার করছিল মুক্তিযোদ্ধারা। সে সময় শ্রীনদী বাজারে কাজল কৃষ্ণ দে এর সাথে দেখা হলে মুক্তিযোদ্ধাদের বেঈমান ও অকৃতজ্ঞ উল্লেখ করে অনেক কটুক্তি করে। এছাড়া সরকারে দেয়া ১০ হাজার টাকা ভাতা নেয়ার কারণে তিরস্কার করে। নির্বাচনে জয়ী হলে মুক্তিযোদ্ধাদের দেখিয়ে দেবে বলে হুমকি প্রদান করে।
গত ২৫ মে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়েদুর কাদের বেসরকারি একটি টেলিভিশনে এক স্বাক্ষাতকারে বলেন, মনোয়ন প্রাপ্ত বা বিদ্রোহী যেই নির্বাচিত হবে সেই আওয়ামীলীগের চেয়ারম্যান বলে বিবেচিত হবে। তাই ওবাইদুর রহমান খানের পক্ষে তারা নির্বাচন করছেন বলে স্বারকলিপিতে উল্লেখ করেন। এছাড়া আওয়ামীলীগ প্রার্থী কাজল কৃষ্ণ দে এর পরিবার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী এবং মুসলিম লীগ মনোভাবাপন্ন ছিল বলেও স্বারকলিপিতে উল্লেখ করেন মুক্তিযোদ্ধারা। এসময় মানববন্ধনে উপস্হিত ছিলেন, রাজৈর উপজেলার চেয়ারম্যান আঃমোতালেব মিয়া,জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার শাজাহান হাওলাদার,বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান সহ বিভিন্ন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানেরা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।