বরিশাল জেলা পরিষদের নিয়ন্ত্রানাধীন মীরগঞ্জ খেয়াঘাট সর্বোচ্চ দরদাতাকে বুঝিয়ে দিতে গতকাল সোমবার কারণ দর্শানো নোটিশ দিয়েছে বাবুগঞ্জ সহকারী জজ আদালত। সর্বোচ্চ দরদাতা মোঃ আলমগীর হোসেনের দায়েরকৃত মামলার গতকাল শুনানী শেষে আদালতের বিচারক তাররাহুম আহম্মেদ আগামী ৭ কার্যদিবসের মধ্যে জবাব চেয়ে এ নোটিশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, জেলা পরিষদের মীরগঞ্জ খেয়াঘাটের ৬ষ্ঠবার পর্যন্ত দরপত্র আহবান করা সত্তেও সম্ভাব্য মূল্য দরপত্র পাওয়া যায়নি। পরবর্তীতে ৭ম বার ৭৪ লাখ ৫০ হাজার টাকা এবং দ্বিতীয় দরদাতা ৬৬ লাখ টাকা টেন্ডার পাওয়ার জন্য আবেদন করেন। অথচ জেলা পরিষদের নথিতে শেষবার ইজারার কথা থাকলেও এবং নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ দরদাতাকে ঘাট বুঝিয়ে না দেয়ায় গত ২৮ মে বিজ্ঞ বাবুগঞ্জ সহকারী জজ আদালতে মামলা দায়ের করলে বিচারক গতকাল সোমবার শুনানী শেষে সর্বোচ্চ ইজারাদারকে খেয়াঘাট কেন দেয়া হচ্ছে না মর্মে ৭ কার্য দিবসের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ প্রদান করেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।