বরগুনায় তরিকুল ইসলাম টুটুল নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যর ধর্ষনের ফলে ১৩ বছরের গৃহপরিচারিকা অন্তঃসত্ত্বা হয়ে পরেছে। রোববার (৯ জুন) সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের সহযোগীতায় রাত ১১ টার দিকে ভুক্তভোগীর বাবা বরগুনা থানায় অভিযোগ দায়ের করে।
ঘটনাটি ঘটেছে বরগুনা সদর উপজেলার ৩ নম্বর ফুলঝুড়ি ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামে। অভিযুক্ত (ইউপি) সদস্য তরিকুল ইসলাম টুটুল বরগুনা সদর উপজেলার তিন নম্বর ফুলঝুড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি ৫ বার ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়ে বর্তমানেও দায়িত্বে রয়েছেন। সে ওই ইউনিয়নের বাসিন্দা মৃত সুলতান খানের ছেলে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, অন্তঃসত্ত্বার বাবার অভিযোগ থানায় নেয়া হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।