টাঙ্গাইলের গোপালপুরের বাসের টার্মিনালের বেহাল দশা, বাসস্ট্যান্ডে কোথাও গাড়ি রাখার জায়গায় নেই। একটু বৃষ্টি আসলেই গাড়ি রাখার জায়গা থাকে না ,বাসস্ট্যান্ডে শুধু কাদা আর কাদা ,বেশ কয়েকবার সংস্কার করেও তার কোন ফল মিলছে না। এদিকে সরকারি বাস স্ট্যান্ড না থাকায় বাস গুলি রাস্তার পাশ দিয়ে রাখতে হয়।
গোপালপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সাহা জানান, আমাদের সরকারি বাস টার্মিনাল না থাকায় বাস মালিক সমিতির নিজস্ব অর্থায়নে বাস টার্মিনাল ভাড়া দিয়ে বাস টার্মিনাল পরিচালনা করতে হয়।
অপরদিকে গোপালপুর বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল কবির আজাদ জানান সরকারি বাস টার্মিনাল না থাকায় আমাদের শ্রমিকদের অনেক দুর্ভোগ পোহাতে হয়, তাই আমি আশাবাদী অতি শীঘ্রই সরকারি বাস টার্মিনাল হবে। গোপালপুর বাস মালিক সমিতি মালিকরা জানান টাঙ্গাইল -২ এর মাননীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি বাস স্ট্যান্ড পরিদর্শন করে গেছেন আশ্বাস দিয়েছেন সরকারি একটি বাস স্ট্যান্ড উপহার দিবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।