নরসিংদীর পলাশে ওষধ কোম্পানীর দুই (বেক্সিমকো) প্রতিনিধিকে কুপিয়ে মোটরসাইকেল, মোবাইল ও টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১০টার দিকে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের তালতলী বাজারের পাশে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। এতে ছিনতাইকারীরা ওষধ কোম্পানীর নূরুল আমীন (২৮) ও ফারুক মিয়া (৩৫) নামে দুই (বেক্সিমকো) প্রতিনিধিকে কুপিয়ে একটি মোটরসাইকেল, মোবাইল ও টাকা-পয়সা ছিনতাই করে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেন পলাশ থানার এসআই বোরহান উদ্দিন। তিনি জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে গজারিয়া ইউনিয়নের তালতলী বাজারের পাশে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এমন তথ্যের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওষধ কোম্পানীর দুই প্রতিনিধিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করানো হয়। অপর দিকে রোববার রাত ১১টার সময় উপজেলার জিনারদী ইউনিয়নের কুড়াইতলী বাজার এলাকায় ছিনতাই করার সময় মাধবদী থানা এলাকার আবুল কাশেমের ছেলে জাকির হোসেন (৩০), শফিকুল ইসলামের ছেলে হিমেল মিয়া (২৮) ও শহীদ মিয়ার ছেলে রনি মিয়া (২৫) নামে তিন ছিনতাইকারীকে এলাকাবাসী হাতেনাতে ধরে উত্তম-মধ্যম দিয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসেন।
এসব বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা জানান, তালতলী বাজার এলাকায় ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগিকে থানায় মামলা করার জন্য বলা হয়েছে। আর জিনারদী ইউনিয়নের কুড়াইতলী বাজার এলাকায় ছিনতাইয়ের ঘটনাটি তদন্ত সাপেক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।