লক্ষীপুরের রামগঞ্জ উপজেলায় মোটরসাইকেলে নসিমনের ধাক্কায় মামা ও ভাগিনা নিহত হয়েছেন। নিহতরা হলেন, মো. সুমন হোসেন (৩৮) ও মো. তামিম (১৪)। রোববার রাতে রামগঞ্জ-ঢাকা মহাসড়কের যুগী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। মো. সুমন হোসেন রামগঞ্জ জিয়াশপিং কমপ্লেক্সের ব্যবসায়ী। তিনি রামগঞ্জের ভূঁইয়া আলী পাঠান বাড়ির মৃত আবদুল মান্নানের ছেলে ও ভাগিনা তামিমের বাড়ি চাটখিল উপজেলার শাহাপুর গ্রামে।
রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, রাতে দোকান বন্ধ করে মামা ও ভাগিনা মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তিনি জানান, বালুয়া চৌমুহনী বাজারের অদূরে যুগী বাড়ির সামনে পৌঁছালে রামগঞ্জের সাথী ডেকোরেটরের একটি নসিমন তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সুমন ও তার ভাগিনা তামিম ঘটনাস্থলেই মারা যান। নিহতদের মৃতদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।