শাজাদাপুর বাসীর অভিশাপ যেন না লাগে!

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: সোমবার ১০ই জুন ২০১৯ ০৯:৩৪ পূর্বাহ্ন
শাজাদাপুর বাসীর অভিশাপ যেন না লাগে!

সামাজিক যোগাযোগ ফেসবুকে ৮জুন ৬:২৬ মিনিটে আশরাফ উদ্দিন মন্তুর লেখা ও ছবি চিত্রসহ দেওয়া হল , জনগণের ভোটে ক্ষমতা পেয়েও যারা শাহজাপুরবাসীর দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা টুকু করেননি তাদের উপর শাজাদাপুর বাসীর অভিশাপ যেন না লাগে। সত্যি ১ কিঃমিঃ রাস্তার জন্য হাজার হাজার মানুষ কষ্টে আছে। মনির আল মারুফ তার লাইক কমেন্টে লেখে,,,,,,সবই আমাদের কপাল,,,কেউ বুঝল না আমাদের,,,সবাই চেয়ারে বসে আমাদের বিপুল ভোট জয়টা ভুলে যাই,,,,ভাই আরো কষ্ট আমাদের শাজদাপুরের লোক ছাড়া ডাক দেই না।

KM sojul লেখেন, ভাইজান কষ্টজনক হলে ও সত্যি যে ক্ষমতাধর চেয়ারে বসে সে সব কিছু ভুলে যাই নির্বাচনে যে টাকা খরচ করছে বিভিন্ন  কমিশন মিলিয়ে আগে আসল টাকা পকেটে তুলে হিসাব মিলে গেলে তারপর কিছু উন্নয়নকাজ  করে তবে সবার বেলায় সমান হয় না,,, আপনার জন্যে শুভ কামনা রইলো,

md hoshen লেখেন, আসসালামু আলাইকুম ভাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা আধুনিক মা বাংলাদেশকে যেভাবে উন্নয়নের রোল মডেল করে তুলছেন আর যারা ক্ষমতার  চেয়ারে বসে তরকারি লারা চারা করছেন যদি তরকারির লবন মরিচ কম হয় তাহলে কড়ায়-গণ্ডায় হিসাব দিতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, 

শেখ মোঃ জুয়েল লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ভাসছে সরাইল উপজেলার শাহজাদা পুর ইউনিয়নের এই শাহজাদা পুর গ্রাম টি এই ৩০০০০ জনগণের কষ্ট দেখার মত কেউ নাই এই গ্রামটি হচ্ছে জননেত্রী শেখ হাসিনার ভোটব্যাঙ্ক তবে এই গ্রামের মানুষের উন্নয়ন থেকে বঞ্চিত আপনারা যারা আওয়ামী লীগের নেতৃত্বে আছেন জননেত্রী শেখ হাসিনাকে আপনারা দেখান শাহজাদা পুর এর মানুষ কত কষ্টে আছে। শেখ মোঃ মুন্না লেখে, আল্লাহ প্রধানমন্ত্রী কে সুদৃষ্টি রাখার জন্য কবুল করুন শাহজাদপুরের রাস্তা টা কে তুমি আল্লাহ অলির উসিলা কবুল করো,

ahid Hosain shazada por কমেন্টে লেখেন, হে আল্লাহ শাহজাদা পুর বাসির আর্তনাদ  মাননীয় প্রধান মন্ত্রীর নজরে পৌছাইয়া দিন....

উলেখ্য সত্যিই শাহজাদাপুরের মানুষ কষ্টের মধ্যে রাত-দিন চলাচল করছে, এ ফেসবুকে ৬৯ জন কমেন্ট করেন, তার কিছু কমেন্ট হুব হুব দেওয়া হল। 

ইনিউজ ৭১/এম.আর