প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ আগস্টের গ্রেনেড হামলার উদ্ধৃতি দিয়ে বলেন, সেদিন আইভী রহমানসহ অনেক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। এই হামলা যার নেতৃত্বে হয়েছিল, সেই তারেক রহমানের (বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট) নাম মুখে নিতেও ঘৃণা হয়। আজ হোক কাল হোক তার বিচার কার্যকর হবে।
রোববার (৯ জুন) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক জাপান, সৌদি আরব, ও ফিনল্যান্ড সফরের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে এ সংবাদ সম্মেলন ডাকেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।