আজ আন্তর্জাতিক আর্কাইভস দিবস
আন্তর্জাতিক আর্কাইভস দিবস আজ। আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের অধীন জাতীয় আর্কাইভস আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল কাউন্সিল অন আর্কাইভসের (আইসিএ) ‘এ’ ক্যাটাগরির সদস্য। এ বছর আইসিএ ৩ থেকে ৯ জুন আর্কাইভস সপ্তাহ ঘোষণা করেছে। এরই অংশ হিসেবে বাংলাদেশের আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর আজ থেকে ১৭ জুন পর্যন্ত নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের নভেম্বরে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর প্রতিষ্ঠা করেন।
২০০১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় আর্কাইভস ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভবন নির্মাণের প্রথম পর্যায় ২০০৪ সালে এবং দ্বিতীয় পর্যায় ২০১২ সালে শেষ হয়। বর্তমানে জাতীয় আর্কাইভসের কার্যক্রম পাঁচতলাবিশিষ্ট প্রশাসনিক ভবন এবং সাততলাবিশিষ্ট ভবনে পরিচালিত হচ্ছে। দিবস উপলক্ষে আজ সকালে আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভস ভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।