আজ ‘বিশ্ব অ্যাক্রিডিটেশন দিবস’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালন করা হচ্ছে দিনটি। অ্যাক্রিডিটেশন হচ্ছে, পণ্য ও সেবার গুণগত মানসনদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার স্বীকৃতি। কোনো শিল্পপণ্য ও সেবা অভ্যন্তরীণ বাজারে বিক্রির জন্য অ্যাক্রিডিটেশন সনদের প্রয়োজন না হলেও আন্তর্জাতিক বাজারে তা রফতানির ক্ষেত্রে ওই পণ্যের অনুকূলে অ্যাক্রিডিটেড ল্যাবরেটরির টেস্টিং সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। ফলে অ্যাক্রিডিটেশনকে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম কারিগরি প্রতিবন্ধকতা হিসেবে বিবেচনা করা হয়।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিল্পমন্ত্রী ও শিল্প প্রতিমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। এদিন অ্যাক্রিডিটেশনের গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ টেলিভিশনে প্রামাণ্য অনুষ্ঠান সম্প্রচার করা হবে। পাশাপাশি মোবাইল ফোন অপারেটররা এসএমএস পাঠিয়ে অ্যাক্রিডিটেশন বিষয়ে জনগণকে সচেতন করবে। দিবসটি উপলক্ষে এরই মধ্যে প্রচারসামগ্রী, ব্যাগ, কলম, বুকলেট, বর্ণিল স্যুভেনির ও পোস্টার প্রকাশ করেছে বিএবি। শিল্প মন্ত্রণালয় ও রাজধানীর বিভিন্ন সড়কদ্বীপ ব্যানার, ফেস্টুন এবং পল্গ্যাকার্ডে সাজানো হয়েছে।
বিএবি ইতিমধ্যে বিএসটিআই, বিসিএসআইআর, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, ঔষধ প্রশাসন অধিদপ্তর ল্যাবরেটরির মতো সরকারি পরীক্ষাগারসহ দেশীয় ও বহুজাতিক ৬২টি টেস্টিং ও ক্যালিব্রেশন ল্যাবরেটরি, দুটি মেডিকেল ল্যাবরেটরি, দুটি সনদ প্রদানকারী সংস্থা ও পাঁচটি পরিদর্শন সংস্থাসহ মোট ৭১টি প্রতিষ্ঠানকে অ্যাক্রিডিটেশন সনদ প্রদান করেছে। বর্তমান সরকারের মেগা প্রকল্প পদ্মা সেতুতে নির্মাণসামগ্রীর গুণগত মান পরীক্ষাকারী বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিডিই টেস্টিং ল্যাবরেটরি ও রূপপুর পরমাণু প্রকল্পের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার ল্যাবরেটরিও বিএবির অ্যাক্রিডিটেশন লাভ করেছে।
এ উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড (বিএবি) বিস্তারিত কর্মসূচি নিয়েছে। বিএবির আজকের কর্মসূচির অংশ হিসেবে সকালে রাজধানীর মতিঝিলে শিল্প ভবনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতায় বিএবি এ সভার আয়োজন করছে। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের এতে প্রধান অতিথি থাকার কথা। এ ছাড়া শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও ডিসিসিআই সভাপতি ওসামা তাসির অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন। সভায় সভাপতিত্ব করবেন শিল্প সচিব মো. আবদুল হালিম।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।