ঈদের ছুটি শেষে সরকারি অফিস খুলছে আজ। এবার ৪ থেকে ৮ জুন পর্যন্ত ৫ দিন ঈদের ছুটি পেয়েছিলেন সরকারি চাকুরেরা। তবে এর আগে সোমবার যারা ছুটি নিয়েছিলেন তারা পেয়েছেন ৯ দিনের ছুটি। এ ছুটি শনিবার শেষ হয়েছে। এক মাস রোজা পালন শেষে বুধবার সারা দেশে মুসলমানদের সবেচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ছিল ঈদুল ফিতরের ছুটি। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন।
গ্রামে স্বজনদের সঙ্গে ঈদ-আনন্দ ভাগাভাগি করতে যাওয়া সরকারি চাকুরেরা অনেকেই শনিবার ঢাকায় ফিরেছেন। কেউ কেউ আজ সকাল নাগাদ পৌঁছে অফিস ধরবেন। শনিবার সকালে সদরঘাটে ঢাকায় ফেরা মানুষের ভিড় ছিল। একই রকম ভিড় দেখা গেছে রাজধানীর বাস টার্মিনাল ও রেল স্টেশনগুলোতেও।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, দূর-দূরান্তে গ্রামের বাড়ি ঈদ পালন করতে যাওয়া অনেকেই আজ অফিসে যোগ দেবেন না। তারা আরও দু-একদিন ছুটি নিয়েছেন। সে কারণে আজ অফিস খুললেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি থাকবে কম। ঈদের আমেজ থাকবে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়সহ বিভিন্ন সরকারি অফিসে। পুরোদমে অফিস শুরু হতে আরও কয়েকদিন লাগবে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।