কাতারে পাসপোর্টবিহীন পাইলট আটক; ইমিগ্রেশন পুলিশের এসআই বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ৮ই জুন ২০১৯ ০৬:৩৬ অপরাহ্ন
কাতারে পাসপোর্টবিহীন পাইলট আটক; ইমিগ্রেশন পুলিশের এসআই বরখাস্ত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনতে পাসোপর্ট ছাড়াই বোয়িং ৭৮৭ বিমান নিয়ে পাইলট ফজল মাহমুদের কাতার যাওয়ার ঘটনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের এসআই কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পাসপোর্ট না চেক করেই পাইলটকে ইমিগ্রেশন পার হওয়ার অনুমতি দেওয়ায় শনিবার ( ৮ জুন) তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বিমানবন্দরের ইমিগ্রেশনের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. ইসমাইল হোসেন এ তথ্য জানিয়েছেন। বিশেষ পুলিশ সুপার বলেন, পাইলট ফজল মাহমুদের কাছে আমাদের ইমিগ্রেশন কর্মকর্তা পাসপোর্ট চেয়েছিলেন। এর জবাবে পাইলট বলেছিলেন, পাসপোর্ট তার ব্যাগে। যেহেতু পাইলট সবসময় যাওয়া-আসা করেন, তিনি সিনিয়র পাইলট, তাই তার কথায় ইমিগ্রেশন পুলিশ বিশ্বাস করেছিল

তিনি আরও বলেন, বিমানের জেনারেল ডিক্লারেশন (জিডি) দেখেই ইমিগ্রেশন করা হয়। এ সময় পাসপোর্ট প্রুভ হিসেবে দেখা হয়। এখানে দু’জনেরই সমান দায়বদ্ধতা রয়েছে। তাই ইতোমধ্যে ইমিগ্রেশনের দায়িত্বে থাকা এসআই কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমরা এ বিষয়ে সদর দফতরে রিপোর্ট দিয়েছি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব