
প্রকাশ: ৬ জুন ২০১৯, ১:২৭

বিদেশ সফররত প্রধানমন্ত্রীকে আনতে যাওয়া বাংলাদেশ বিমানের ড্রিমলাইনারের একজন পাইলটকে পাসপোর্ট না থাকায় আটকে দিয়েছে কাতারের দোহা বিমানবন্দর ইমিগ্রেশন। বুধবার রাতে এ ঘটনা ঘটে। একটি সংবাদসূত্রে জানা যায়, ক্যাপ্টেন ফজল মাহমুদ নামের ওই পাইলট এখন দোহা আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে অবস্থান করছেন। একটি বেসরকারি বিমানের ফ্লাইটে তার পাসপোর্ট দোহায় পাঠানো হয়েছে। আইন অনুযায়ী, পাসপোর্ট ছাড়া কারো দেশত্যাগ কিংবা অন্য দেশে প্রবেশের সুযোগ নেই। যে বিমান প্রধানমন্ত্রীকে বহন করে দেশে নিয়ে আসার কথা, তার পাইলট পাসপোর্ট ছাড়া কীভাবে দেশের ইমিগ্রেশন পার হলেন এ নিয়ে প্রশ্ন উঠছে। বিদেশ সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনতে ক্যাপ্টেন ফজল মাহমুদ বুধবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বোয়িং ৭৮৭ মডেলের একটি ড্রিমলাইনার নিয়ে দোহা বিমানবন্দরে যান। কিন্তু তার কাছে পাসপোর্ট না থাকায় সেখানকার ইমিগ্রেশনে তাকে আটকে দেয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব