বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের মহসিন মোল্লা এবং মোঃ কাজী হাসান নামে দুই জুয়ারিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ঘটনার ব্যাপারে হরিনাথপুর ফাড়ির ইনচার্জ এস, আই মোঃ তারেক, ইনিউজ৭১ কে জানান, ৫ জুন বুধবার ঈদের দিন দুপুর ১ টায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, পশ্চিম হরিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সবুজের চায়ের দোকানের পেছনে জুয়া চলছে। অভিযান চালিয়ে হরিনাথপুর গ্রামের নোমান মোল্লার ছেলে মহসিন মোল্লা এবং আঃ ছালাম কাজীর ছেলে কাজী হাসানকে আটক করা হয় জুয়ার আসর থেকে।
পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। হিজলা উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমীনুল ইসলাম, জুয়া আইন ১৮৬৭ সালের ৪ ধারায় ২ জুয়ারিকে জরিমানা করেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।