দরিদ্র জেলে পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরন

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: বুধবার ৫ই জুন ২০১৯ ০২:২০ অপরাহ্ন
দরিদ্র জেলে পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরন

কলাপাড়ায় হতদরিদ্র ও দুস্থ  জেলে পরিবারের মাঝে ঈদ বস্ত্র ও ঈদ সামগ্রি বিতরন করা হয়েছে। মঙ্গলবার শেষ বিকালে উপজেলার লতাচাপলী ইউনিয়নের খাজুরা জেলে পল্লীতে বেসরকারী উন্নয়ন সংস্থা পাথওয়ের উদ্যোগে এসব ঈদ বস্ত্র ও ঈদ সামগ্রি বিতরন করা হয়।

জেলে পরিবারের সদস্যদের হাতে শাড়ি, লুঙ্গি, দুধ, চিনি ও সেমাই তুলে দেন পাথওয়ের নির্বাহী পরিচালক  মো. শাহিন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাঈদ, সাবেক সাধারণ সম্পাদক আনোযার হোসেন আনু, বাংলা ভিশনের কুয়াকাটা প্রতিনিধি জহিরুল ইসলাম মিরন, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য সোলায়মান পিন্টু প্রমুখ। প্রতি বছরের ন্যায় এবছরও পাথওয়ে এক’শ জেলে পরিবারের মাঝে এসব ঈদ বস্ত্র বিতরন করেন।