ভোলার বোরহানউদ্দিন পৌরসভার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যে মঙ্গলবার বোরহানউদ্দিন কেন্দ্রিয় ঈদগাহ মাঠে ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে ভোলা-২(বোরহানউদ্দিন-দৌলতখান)আসনের সংসদ সদস্য সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলী আজম মুকুল এমপি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, গত বছরের এ সময় মারাক্তক অসুস্থ হয়ে আমি সিংগাপুরে চিকিৎসাধীন ছিলাম। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ্র রহমতে নতুন জীবন পাই। আমার বাবা-মা বেঁচে নেই। আপনারাই আমার সব। আসুন আমরা সবাই মিলে কাঁদে কাঁদ মিলিয়ে দেশের উন্নয়নে আত্ম নিয়োগ করি। বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খানম রেখা প্রমুখ। বক্তব্য শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন, ঈদগাহ মসজিদের খতিব মাও. মো. জালালউদ্দিন। ইফতার মাহফিলে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, পৌরসভার বিশিষ্ট নাগরিক সহ বিভিন্ন শেণি পেশার লোক উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।