
প্রকাশ: ৪ জুন ২০১৯, ২৩:৫৮

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে প্রায় ৫৫ কিলোমিটার এলাকাজুড়ে গাড়ির দীর্ঘ সারির কারণে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও চালকরা। দীর্ঘসময় যানজটে বসে থাকতে থাকতে বিরক্ত যাত্রীরা। এরই মধ্যে ঘটেছে কিছু বিক্ষিপ্ত ঘটনা। বঙ্গবন্ধু সেতুর দুইপাশে প্রচণ্ড যানজটের কারণে ঘরে ফেরা মানুষগুলো সময় কাটাতে যানবাহন থেকে নেমে ক্রিকেট খেলায় মেতেছেন। মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে যাত্রীদের বাস থেকে নেমে ক্রিকেট খেলতে দেখা যায়। আবার তাদের ওই ক্রিকেট খেলা উপভোগ করেন বিভিন্ন বাসে অপেক্ষারত যাত্রীরা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব