দেশ ও জাতির কল্যাণ কামনা করে দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান ছারছীনা দরবার শরীফের বার্ষিক ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত সম্পন্ন হয়েছে। প্রতিবারের ন্যায় পীর ছাহেব হুজুর কেবলার আমন্ত্রনে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের লোকসহ এলাকাবাসীকে নিয়ে এ ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়ে থাকে। সোমবার(৩ জুন) ২৮ রমজান দরবারের স্থায়ী মঞ্চে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে দরবারের ভক্ত মুরিদান, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্থরের লোকসহ এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে দেশ জাতি বিশ্বের মুসলিম উম্মার কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.)।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।