
প্রকাশ: ৩ জুন ২০১৯, ৫:২২

পিরোজপুরের ইন্দুরকানীতে সহপাঠিদের হাতে অপহৃত স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার উমেদপুর এলাকার একটি খালের পাশে ডোবা থেকে পিরোজপুর ডিবি ও ইন্দুরকানী থানা পুলিশ লাশটি উদ্ধার করেন। এঘটনায় পুলিশ অপহরণের সাথে জড়িত মূল অপহরণকারী সোহান সহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, গত শনিবার রাতে উপজেলার পাড়েরহাট বাজার থেকে পাড়েরহাট বন্দরের বাসিন্দা ফল ব্যবসায়ী সিদ্দিকুর রহমানের ছেলে পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সালাউদ্দিন (১৩ )কে একই এলাকার সোহানের নেতৃত্বে ৭ জন মিলে তাকে অপহরণ করে নিয়ে যায়। এবং অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে স্কুল ছাত্র সালাউদ্দিনের পিতার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। ছেলেকে পাওয়ার জন্য তার পিতা ৫ লক্ষ টাকা নিয়ে রোববার রাতে উপজেলার টেংড়াখালী এলাকার আলীর খালের গোড়ায় টাকা নিয়ে ডিবি পুলিশের একটি দল ওৎ পেতে থাকে। এসময় মুক্তিপণের টাকা নিতে আসা অপহরণকারীর এক সদস্য উপজেলার টেংড়াখালী গ্রামের আঃ রবের ছেলে মারুফ (৩০)কে আটক করে।
পিরোজপুর ডিবির ওসি মো. মিজানুল হক জানান, স্কুল ছাত্রের অপহরণের দুইদিন পর ব্যাপক অভিযান চালিয়ে উমেদপুর এলাকার একটি ডোবা থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে মুক্তি পণের টাকা নিয়ে ডিবি পুলিশ ফাঁদ পেতে এক অপহরণকারীকে আটক করে। এঘটনায় জড়িত সন্দেহে ৮ জনকে আটক করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ ঘটনায় ইন্দুরকানী থানার ওসি মোঃ হাবিবুর রহমান জানান, এঘটনার মুল হোতা শোহান সহ বেশ কয়েক জনকে আটক করা হয়েছে। বিষয়টি প্রেস ব্রিফিং এর মাধ্যমে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানানো হবে।