৭০০ টাকার পাঞ্জাবি ১৩০০ টাকা, আড়ংকে জরিমানা, ২৪ ঘন্টার জন্য বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৩রা জুন ২০১৯ ১০:৫৪ অপরাহ্ন
৭০০ টাকার পাঞ্জাবি ১৩০০ টাকা, আড়ংকে জরিমানা, ২৪ ঘন্টার জন্য বন্ধ

৭০০ টাকার পাঞ্জাবি ১ হাজার ৩০০ টাকায় বিক্রি করায় রাজধানীর উত্তরায় আড়ং শোরুমকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে। সোমবার রাজধানীর উত্তরায় বিশেষ অভিযান চালিয়ে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল।

জানা যায়, গত ২৫ মে এক ক্রেতা উত্তরা আড়ং থেকে একটি পাঞ্জাবি কেনেন ৭১৩ টাকায়। একই পাঞ্জাবি ৩১ মে কিনতে গেলে দাম রাখা হয় ১ হাজার ৩১৫ টাকা। ঐ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে অভিযোগ করেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ উত্তরা আড়ংয়ে অভিযান চালিয়ে এর সত্যতা পায় অধিদফতর। আড়ং অভিনব কায়দায় বেশি দাম লিখে ভোক্তাদের ঠকাচ্ছে। কেনো দাম বেশি লেখা হলো যার কোনো কারণ জানাতে পারেনি আড়ংয়ের শোরুমে। পরে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়।