আবরার ফুটওভার ব্রিজটি হবে অত্যাধুনিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৩রা জুন ২০১৯ ০১:০২ অপরাহ্ন
আবরার ফুটওভার ব্রিজটি হবে অত্যাধুনিক

পবিত্র ঈদুল ফিতরের আগেই প্রগতি সরণিতে আবরার ফুটওভার ব্রিজের পাইলিং শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সোমবার সকালে প্রগতি সরণিতে ফুটওভার ব্রিজটির কাজের অগ্রগতি পরিদর্শন করতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন ডিএনসিসির প্রকৌশলীরা। গত ১৯ মার্চ সকাল ৭টায় প্রগতি সরণি এলাকায় সুপ্রভাত পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১১-৪১৩৫) চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরী নিহত হন। নিহত ওই বিইউপির শিক্ষার্থীর নামানুসারে ‘আবরার ফুটওভার ব্রিজের’ নির্মাণকাজ শুরু গত মার্চ থেকে শুরু করেছে ডিএনসিসি।

কিন্তু কাজ শুরুর পর থেকেই গ্যাস ও ওয়াসাসহ ভূগর্ভস্থ বিভিন্ন ইউটিলিটির সংযোগ ছড়িয়ে-ছিটিয়ে থাকায় পাইলিংয়ের কাজ শুরু করা যাচ্ছে না। ভবিষ্যতে নগরীর এসব ইউটিলিটিজের ভূগর্ভস্থ সংযোগের ম্যাপ করা হবে বলেও মেয়র জানান।পরিদর্শন শেষে মেয়র সাংবাদিকদের বলেন, ঈদুল ফিতরের আগেই ফুটওভার ব্রিজের পাইলিংয়ের কাজ শুরু হবে। ঈদের পর শুরু হবে এর ওপর সুপার স্ট্রাকচার বসানোর কাজ।তিনি বলেন, আবরার ফুটওভার ব্রিজটি হবে অত্যাধুনিক। এতে চলমান সিঁড়িও থাকবে। গ্যাস ও ওয়াসার লাইন সরাতে সময় ব্যয় হওয়ায় পাইলিংয়ে কিছুটা সময় লাগল। মেয়র এ সময় দেশবাসী আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, ঈদে আপনারা বাড়ি গিয়ে নিজের বাড়ির আঙিনাটা যেভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন, একইভাবে নগরীতে ফিরে আপনার বাসার আশপাশ পরিষ্কার রাখবেন।

ইনিউজ ৭১/এম.আর