বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ-৮ কিউ ৪০০ নামের একটি উড়োজাহাজ হযরত শাহজালাল আান্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। সোমবার (৩ জুন) সকালে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘বিমানটি নিরপদে অবতরণ করেছে। যাত্রীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।’ জরুরি অবতরণের কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে বন্ধ রয়েছে। এ কারণে কয়েকটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে ফিরে গেছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।