ধলেশ্বরীতে যুবকের ভাসমান লাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৩রা জুন ২০১৯ ১০:৪০ পূর্বাহ্ন
ধলেশ্বরীতে যুবকের ভাসমান লাশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ জুন) রাতে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের রাজাপুর এলাকার মনির হোসেনের ইটভাটার কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়।

ফতুল্লা মডেল থানার পুলিশ সাব-ইন্সপেক্টর (এসআই) ইলিয়াস জানান, স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে অজ্ঞাত যুবকের লাশটি ধলেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতের পরনে নীল রঙের হাফ হাতা গেঞ্জি ও সাদা কালো চেক ট্রাউজার ছিল। নিহতের শরীরে কোথাও আঘাতের চিহ্ন নেই। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

ইনিউজ ৭১/এম.আর