
প্রকাশ: ২ জুন ২০১৯, ২:১৬

আজরবিবার (২জুন) সরাইল উপজেলা রিপোটার্স ইউনিটি'র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে রিপোটার্স ইউনিটি'র সদস্যরা স্থানীয় একাধিক মাদ্রাসার কয়েকজন এতিম সহ সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ইফতার করেন। এই ইফতার মাহফিলে স্থানীয় মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থীদের মাঝে উপস্থিত ছিলেন, জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পিএইচপি কোরআন এর আলো ২০১৮ এ চতুর্থ স্থান অর্জনকারী সরাইলের কৃতি সন্তান ১২ বছর বয়সীর হাফেজ ও ক্বারী মোঃ তানিম আহমেদ।
এছাড়াও আমন্ত্রিত অতিথি ছিলেন, সরাইল ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ফরিদ আহমেদ, সরাইল মনোয়ারা হাসপাতালের পরিচালক বিপ্লব হোসাইন, সরাইল মহিলা কলেজের পরিচালক ফয়সাল আহমেদ দুলাল ও ন্যাশনাল লাইফ ইনসিওরেন্স কোম্পানির সরাইল মডেল জোন এর জোনাল ইনচার্জ বাবু সজিব দত্ত তনু।ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন উচালিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা হাফিজুর রহমান।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব