পটুয়াখালীর বাউফলে আত্ম সমর্পনকৃত মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের মধ্যে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। আজ রবিবার সকাল ১১ ঘটিকার সময় বাউফল থানা হল রুমে এ সামগ্রী বিতারন করা হয়।
এসময় বাউফল থানা অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, মাননীয় ডি আই জি মোঃ শফিকুল ইসলাম পিপিএম অনুপ্রেরনায় আমরা বাউফল থানায় ১৭জন মাদক সেবনকারী ও ব্যদসায়ীকে মাদক সেবন থেকে বিরত রাখতে পেরেছি এবং পাঁচ জনকে বিভিন্ন সোধনাগারে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মাদকসেবীদের সরাসরি তদাকরি করেন আমাদের পুলিশ সুপার মহোদয় পটুয়াখালী। ওই সময় ওসি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী বাউফলকে শতভাগ মাদকমুক্ত করার প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ খান, ওসি তদন্ত মাকসুদুর রহমান মুরাদ, এস আই মৃনাল কান্তি সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা। অনুষ্ঠান শেষে ব্যবসায়ী ও সেবনকারীদের মধ্যে ঈদ পোষক সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।