নরসিংদীতে বিদেশি বিয়ারসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২রা জুন ২০১৯ ০২:০৩ অপরাহ্ন
নরসিংদীতে বিদেশি বিয়ারসহ মাদক ব্যবসায়ী আটক

নরসিংদীতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দলের অভিযানে ৪৩২ পিস বিদেশি বিয়ারও বহনকারী একটি প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী কাইয়ুম (২৬) আটক ও ৩ জন পলাতক।শনিবার বিকেলে মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফ্ফারের নেতৃেতে গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ৪৩২ পিস বিদেশি বিয়ারও বহনকারী একটি প্রাইভেটকারসহ কিশোরগঞ্জ জেলা কটিয়াদি থানার চরজাগালীয়ার  (নয়াবাড়ি) গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র কাইয়ুমকে আটক করে।

মাদক ব্যবসায়ী কাইয়ুম রাজধানী ঢাকার উত্তরা ৬ নং সেক্টর মোর্শেদ মিয়ার ভাড়া বাসায় থাকেন।গোয়েন্দা পুলিশের অভিযান টের পেয়ে ৩ জন দ্রুত পালিতে যেতে সক্ষম হয়। গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফ্ফার সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ঢাকা থেকে নরসিংদীতে একটি বিদেশি বিয়ারের চালান আসতেছে। এমন সংবাদের ভিত্তিতে মাধবদী বাসস্টেন্ড এলাকায় অভিযান চালিয়ে ৪৩২ পিস বিদেশি বিয়ারও বহনকারী একটি প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী কাইয়ুমকে আটক করা হয়।এঘটনায় মাধবদী থানায় ৩ জন পলাতকসহ মামলা দায়ের করা হয়েছে।

ইনিউজ ৭১/এম.আর