বাস থেকে ছুড়ে ফেলা লাগেজে মিলল শিশুর খণ্ডিত লাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২রা জুন ২০১৯ ০১:৪৭ অপরাহ্ন
বাস থেকে ছুড়ে ফেলা লাগেজে মিলল শিশুর খণ্ডিত লাশ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া থানা এলাকায় লাগেজের ভেতর অজ্ঞাতনামা এক শিশুর টুকরো করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ জুন) শান্তিরহাট এলাকা থেকে আনুমানিক ১০ বছর বয়সী শিশুর টুকরো করা মরদেহ উদ্ধার করা হয়। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (১ জুন) দুপুর আড়াইটার দিকে কক্সবাজারগামী যাত্রীবিহীন একটি চেয়ারকোচ থেকে লাগেজটি রাস্তার পাশে খালে ফেলে দেওয়া হয়। গাড়ি থেকে লাগেজ ফেলে দিতে দেখে স্থানীয় এক বৃদ্ধ চিৎকার করেন।

তিনি আরও বলেন, চিৎকার শুনে আশপাশের লোকজন, বিভিন্ন পরিবহনের গাড়িচালক ও শ্রমিকরা এগিয়ে এসে লাগেজের ভেতরে পলিথিন মোড়ানো শিশুর টুকরো করা মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে ওই ঘটনার পর এখন পর্যন্ত ওই বাসটি জব্দ বা কাউকে আটক করতে পারেনি পুলিশ। এছাড়া নিহত শিশুটির পরিচয়ও পাওয়া যায়নি।

ইনিউজ ৭১/এম.আর