
প্রকাশ: ১ জুন ২০১৯, ৪:২৫

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে গার্মেন্টস শিল্প কর্মীদের রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পরিবহনের জন্য রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) বিশেষ বাসের ব্যবস্থা করেছে। শনিবার বিকালে বিআরটিসি'র ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) মনিরুজ্জামান বাবু এ কথা জানান। তিনি বলেন, 'ঈদের ছুটিতে গার্মন্টেস কর্মীদের দেশের বিভিন্ন গন্তব্যে পরিবহনের জন্য আগামী সোমবার (৩ জুন) গাজীপুর চৌরাস্তায় ৩০টি বাস প্রস্তুত থাকবে। এছাড়া রাজধানী ও এর আশপাশে অবস্থিত বিভিন্ন গার্মেন্টসের কর্মীরা ২৯টি বাস বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য ইতোমধ্যেই বুকিং দিয়েছেন। সেই হিসেবে ঈদে এবারই প্রথম প্রায় ৬০টি বাস গার্মেন্টস কর্মীরা ব্যবহার করবেন।'

ইনিউজ ৭১/টি.টি. রাকিব