বেইলি রোডের বিভিন্ন শপিংমলে অভিযান, জরিমানা সাড়ে ৭ লাখ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১লা জুন ২০১৯ ০৫:৫৫ অপরাহ্ন
বেইলি রোডের বিভিন্ন শপিংমলে অভিযান, জরিমানা সাড়ে ৭ লাখ

রাজধানীর বেইলি রোডের বিভিন্ন শপিংমলে অভিযান চালিয়ে নামিদামি ব্র্যান্ডের বিদেশি কসমেটিকসে বিভিন্ন অনিয়ম পাওয়ায় ১০ প্রতিষ্ঠানকে ৭ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ১ জুন শনিবার দুপুরে এ অভিযান চালায় তারা। অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিদেশি কসমেটিকসের গায়ে আমদানিকারকের নাম-ঠিকানা সম্বলিত স্টিকার না থাকা এবং সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকার অপরাধে Star World কে ৫০ হাজার টাকা, Landing কে ৫০ হাজার টাকা, Western Glamour কে ৫০ হাজার টাকা, Star Dust কে ৫০ হাজার টাকা, NYC কে ৩০ হাজার টাকা, Stone Gallery কে ৩০ হাজার টাকা, দেলোয়ার কসমেটিক্সকে ৫০ হাজার টাকা, New Year Collection কে ৩০ হাজার টাকা, Ganga শাড়িকে ১ লাখ টাকা, Mother’s Care কে ৩ লক্ষ টাকাসহ ১০ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং DYOT নামক প্রতিষ্ঠানটি দোকান বন্ধ করে পালিয়ে যাওয়ার অপরাধে সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

অভিযানে উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক করেন আব্দুল জব্বার মণ্ডল ও মাসুম আরেফিন। এই অভিযানে সহযোগিতা করে রমনা থানা পুলিশ। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান আব্দুল জব্বার মন্ডল।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব