রাজধানীর যানজট নিরসনে ঈদের পর উত্তর সিটিতে ৯টি ইউলুপ নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
ঢাকা উত্তরের মেয়র পূর্ণ মন্ত্রীর মর্যাদা পাওয়ায় শনিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর এ তথ্য জানান তিনি। মেয়র বলেন, 'উত্তরাতে ইউলুপ করে দেয়াতে ইতিমধ্যে এর বড় সুফল পাওয়া যাচ্ছে। আরও নয়টি জায়গায় আমাদের ইউলুপ করার চিন্তা ভাবনা আছে। ঈদের পরপরই আমরা নতুন ইউলুপ আর নতুন কয়েকটি বাস-বে'র নির্মাণ কাজ শুরু করবো'।
আতিকুল ইসলাম আরও বলেন, 'তার দায়িত্ব অনেক বেড়ে গেছে। নিজেদের দায়িত্বশীল হয়ে ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর প্রতি আহ্বান তিনি।' নগরবাসীর দুর্ভোগ ছাড়াই কীভাবে উন্নয়ন করা যায় তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।