
প্রকাশ: ৩১ মে ২০১৯, ২:৩১

ভোলার লালমোহনে খাদ্যে ভেজাল বিরোধী কার্যক্রম পরিচালনা করতে গিয়ে ব্যবসায়ীর হামলার শিকার হয়েছেন উপজেল স্বাস্থ্য পরিদর্শক (স্যানেটারী ইন্সপেক্টর) রুহুল আমীন। বুধবার সন্ধ্যায় উপজেলার লর্ডহার্ডিঞ্জ বাজারে এ হামলার ঘটনা ঘটে। খাদ্য পরিদর্শক ওই বাজারের ইতালী হোটেলে ভেজাল বিরোধী কার্যক্রম চালানোর সময় হোটেল মালিক আলমগীর হোসেন ও আব্দুর রহিম মামুুন সহ হোটেল কর্মচারীরা তার উপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। ওই সময় খাদ্য পরিদর্শকের চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। উদ্ধারের পর রাতেই তাকে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব