
প্রকাশ: ৩০ মে ২০১৯, ৪:১

আগৈলঝাড়ায় কিশোরীকে ধর্ষণের ঘটনায় নির্মানাধীন বিদ্যুতের টাওয়ার শ্রমিক গ্রেফতার। ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, উপজেলার মোল্লাপাড়া গ্রামে নির্মানাধীন বিদ্যুৎ টাওয়ারে নির্মান শ্রমিকের কাজ করছিল মাগুরা জেলার নওগাঁ থানার কাদিমপুর গ্রামের আ. গফুর মন্ডলের ছেলে সোহাগ মন্ডল (২৭)।
২৭মে সোমবার সন্ধ্যায় নির্মানাধীন টাওয়ারের পাশ্ববর্তি বাড়ির এক কিশোরীকে (১৭) একা পেয়ে মুখ চেপে জোর করে তার বাড়ির পাশের জমিতে নিয়ে ধর্ষণ করে।
এঘটনায় ওই রাতেই ধর্ষিতা কিশোরী বাদী হয়ে সোহাগ মন্ডলকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করে নং-১৫(২৭.৫.১৯)। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুজন হালদার ওই রাতে অভিযান চালিয়ে ধর্ষক সোহাগকে গ্রেফতার করে পর দিন আদালতে প্রেরণ করেছে। তদন্তকারী কর্মকর্তা এসআই সুজন হালদার জানান, বুধবার শেষ বিকেলে ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব