ঘূনিঝড় ফনির আঘাতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩০শে মে ২০১৯ ০৩:২৯ অপরাহ্ন
ঘূনিঝড় ফনির আঘাতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

উপকূলীয় উপজেলা কলাপাড়ার লালুয়া, ডাবলুগজ্ঞ ও চম্পাপুর ইউনিয়নে ঘূর্নিঝড় ফনির আঘাতে ক্ষতিগ্রস্থ ৮৪ পরিবারের মাঝে ঘর মেরামতের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবর সকাল সাড়ে দশটায় কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়নে আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা একশন এইড বাংলাদেশের আর্থিক সহায়তায় বে-সরকারী উন্নয়ন সংস্থা আভাসের সহযোগিতায় এ অর্থিক সহায়তা প্রদান করা হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারমান এসএম রাকিবুল আহসান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোতালেব তালুকদার, ভাইস চেয়রাম্যান শাহিনা পারভীন সীমা, ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মকর্তা আসাদুজ্জামান, ডাবলুগজ্ঞ ইউপি চেয়ারম্যান সালাম সিকদার, আভাসের প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম প্রমুখ। এসময় ক্ষতিগ্রস্থ প্রতি পরিবারকে সাড়ে ১৪ হাজার টাকা করে প্রদান করা হয়। 

ইনিউজ ৭১/এম.আর