ইন্দুরকানী উপজেলার ২নং বালিপাড়া ইউনিয়নের বাজেট ঘোষনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩০শে মে ২০১৯ ০৩:১৩ অপরাহ্ন
ইন্দুরকানী উপজেলার ২নং বালিপাড়া ইউনিয়নের বাজেট ঘোষনা

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ২নং বালিপাড়া ইউনিয়ন পরিষদের ২০১৯/২০ অর্থ বছরের তিন কোটি, সাতাইশ লক্ষ, আশি হাজার, নয়শত, বিরানব্বই টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। ২৯ মে সকাল ১১টায় বালিপাড়া ্ইউনিয়ন পরিষদ সভা কক্ষে উন্মুক্ত আলোচনার মধ্যেদিয়ে বালিপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ কবির হোসেন বয়াতীর সভাপতিত্বে আগামী ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট রাজস্ব খাতে ৩৭,৭১,৫০০/-টাকার আয় ও ৩৭,৩১,৩৯২/-টাকার ব্যয় এবং উন্নয়ন খাতে ৩,২৭,৮০,৯৯২/-টাকার আয় ও ব্যয় সম্বলিত বাজেট  ঘোষনা করেন। 

সভায় উপস্থিত ছিলেন বালিপাড়া ইউনিয়ন পরিষদ সচিব উত্তমকুমার সাহা বালিপাড়া ইউনিয়নের  সংরক্ষিত মহিলা মেম্বর নিরু নাজনিন, মোসাঃ মুক্তা, মোসাঃ লাকি বেগম, ইউপি সদস্য মোঃ মোস্তফা হাওলাদার, মিজানুর রহমান হাওলাদার, শহিদুল ইসলাম বাবুল,আব্দুল হাই জোম্মাদার খান নাছির উদ্দিন, সদস্য আবুল হোসেন আবু,শহিদুল ইসলাম হাওলাদার, মোঃ শাহজাহান হাওলাদার প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বর, সহ ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তি গন আলোচনা সভায়র সকল সদস্যগন তাদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।

ইনিউজ ৭১/এম.আর