
প্রকাশ: ৩০ মে ২০১৯, ১৯:১

মাদারীপুরের কালকিনি উপজেরার নবগ্রাম এলাকায় বানীকান্ত বালা(৮৫) নামক এক বৃদ্ধকে নীজ পুত্রবধুর হাতে পেটানোর খবর পাওয়া গেছে। নির্যাতনে শিকার বানীকান্ত বালা আজ (বৃহস্পতিবার) সকালে পুত্রবধুর নির্যাতনের শিকারের বর্ণনা তুলে ধরেন ,সংবাদ প্রতিবেদকের কাছে। এ সময় বৃদ্ধ বানীকান্ত বালা কান্না জনিত কন্ঠে বলেন,আমার শরীরের রক্ত ঝড়া বাকি ছিল সেটাও ঝড়ালো ছেলের বউ। এ রকম মারধর প্রায়ই খাই,শরীরের ঘা আস্তে আস্তে শুখায়ও জায়। দাদা ছেলের বউর নির্যাতন সইতে না পেরে কয়েক বার জমি বিক্রয় করে দিয়েছি। এখন ঘরের জায়গা ছাড়া আর কিছুই নেই। তাই এখন বাকি ছিল আমার রক্ত তাও বের করে নিল ছেলের বউ বলেই কেদে ফেলেন (৮৫) বছরের বৃদ্ধ বানীকান্ত বালা। কাদার শক্তিটুকুও নেই অসহায় নির্যাতনে শিকার এই বৃদ্ধার।
সরেজমিনে গেলে এলাকাবাসী জানায়, আজ থেকে প্রায় ৩৫ বছর আগে বানীকান্ত বালার স্ত্রী এক ছেলে ও দুই মেয়ে রেখে মারা যান। পরে একা হয়ে যায় বৃদ্ধ বানীকান্ত বালা। ছেলে মেয়েকে নিয়ে কস্টেই জীবন কাটে তার। সংসার জীবনের ঘানি টানতে টানতে বয়সও বেড়ে যায়। বড় হয়ে যায় ছেলেও মেয়ে। পরে ঋনের বোঝা মাথায় নিয়ে দুই মেয়েকে বিবাহ দেন বানীকান্ত বালা। মেয়ে জামাই বিবাহের পর মেয়েকে নিয়ে চলে যান ভারত। এখন ছেলেকে নিয়ে কাটতে থাকে তার জীবন। এক পর্যায় ছেলেকেও বিয়ে করান। বিবাহের পর কিছু দিন যেতে না যেতেই শুরু হয় পুত্রবধু নমীতা বালার নির্যাতন। ছেলে কেষব বালা সহজ সড়ল বিধায় এই নির্মম অত্যাচারের বিচার পায়নি অসহায় বুদ্ধ বানীকান্ত বালার। গত (সোমবার) সকালে ছেলে কেষব বালা প্রতিদিনের মত কাজে গেলে পুত্রবধু নমীতা বালা সামান্ন বিষয় নিয়ে বৃদ্ধ শশুর বানীকান্ত বালার সাথে কথা কাটা কাটির এক পর্যায় কাঠের তক্তা দিয়ে বেদড়ক পেটাতে থাকেন নমীতা বালা। পরে রক্তাক্ত অবস্থায় মাটিতে পরে থাকেন বুদ্ধ বানীকান্ত বালা। এলাকাবাসীর সহযোগীতায় আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় ডাক্তারের দ্বারা চিকিৎসা দিয়ে রেখে যান তার ঘরের বারান্দায়। আর ওখানেই শুয়ে আছেন বৃদ্ধ বানীকান্ত বালা দেখার কেউ নেই।
এ ব্যাপারে পুত্রবধু নমীতা বালার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি আমার শশুরকে মারধর করিনি তবে কাঠের তক্তাদিয়ে ধাক্কা দিয়েছি। নমীতা বালার স্বামী কেষব বালা বলেন, কি করব দাদা, ওর ভাইদের খবর দিয়েছি দেখি তারা কি করে। এ ব্যাপারে ডাসার থানার ওসি মোঃ গোলাম কিবরীয়া বলেন, এরকম ঘটনার কোন অভিযোগ পাইনি,তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।

ইনিউজ ৭১/এম.আর