বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে।
২৪ মে দিবাগত রাত ৮ টার দিকে ঘুমধুম রাবার বাগান সংলগ্ন পূর্বপাশ থেকে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে এস আই জসিম মেহেদী তাদের আটক পূর্বক শশীরে তল্লাশী করে কক্সবাজার জেলার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের জোয়ারিয়ানালা গ্রামের আব্দুল কাদের এর ছেলে ফরিদুল আলমের নিকট থেকে ১০০ এবং একই ঠিকানার হাবিব উল্লাহর ছেলে আনোয়ারুল ইসলামের নিকট থেকে ৬০০ সহ মোট ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে বান্দরবান জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি (তদন্ত) ইমন কান্তি চৌধুরী জানিয়েছেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।