মহিপুরে ৬৯৫ জনকে ৩০ কেজি করে মৎস্য বি.জি.এফ ও ২৭০ জনকে ৪০ কেজি করে বি.জি.ডি'র চাল বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ০৯ টায় মহিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ চাল বিতরন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ১১৪ পটুয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমার মহিব।
মহিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মহিপুর ইউনিয়ন আ.লীগ সভাপতি সালাম আকনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপড়া উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ শহিদ বিশ্বাস, কলাপড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, মহিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের যুগ্ন সাধারন সম্পাদক মালেক আকন, মহিপুর ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার, মহিপুর প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার প্রমুখ। এসময় ৬৯৫ জন জেলেকে ২০ হাজার ৮শ৫০ কেজি ও অসহায় দরিদ্র ২৭০ জনেক ১০হাজার ৮শ কেজি চাল বিতরন করা হয়।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।