ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মঙ্গল সকাল ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন।সরাইল উপজেলা নির্বাহী অফিসারএ এস এম মোসার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তানজিনা সারোয়ার ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানমোঃ আবু হানিফ ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকিয়া বেগম। কর্মশালার প্রেক্ষাপট বিশ্লেষণ করেন, নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কাজী আইনুল ইসলাম, সরাইল দুদকের সভাপতি মোঃ রফিকুল ইসলাম (কানু),সদর ইউপি চেয়ারম্যান আব্দুর জব্বার, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলী মোঃ মোকবুল হোসেন,পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সুমন, উপজেলা প্রকৌশলী মোঃ এমদাদুল হক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সরাইল থানার এস আই মোঃ খলিলুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা প্রকৌশলী মোঃ জাহিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ ফাতেমা বেগম,সমাজ সেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম , শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ, সমবায় কর্মকর্তা আলমগির হোসেন মৎস্য কর্মকর্তা মায়মোনা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা মোছাঃ নাজমা বেগম, সদর ইউপি সচিব মোঃ জুয়েল ঠাকুরসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, খ্যাতনামা ব্যাক্তিত্ব, সমাজকর্মী, এনজিওকর্মী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবি ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।