রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৬৫টি স্বর্ণেরবারসহ মোহাম্মাদ রাজিব দেওয়ান (৩৫) নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা। যার ওজন প্রায় সাড়ে ৬ কেজি। আটক রাজিব মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের নাহা পাড়ার নুরুল ইসলাম দেওয়ানের ছেলে। গতকাল সোমবার রাত ১১টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে ওই যাত্রীকে বোর্ডিং ব্রীজ থেকে অনুসরণ করা হয় বলে জানান কাস্টমস হাউজের উপ কমিশনার অথেলো চৌধুরী।
গ্রীন চ্যানেল পার হওয়ার পর তার দেহ তল্লাশি করতে চাইলে তিনি অসহযোগিতা করেন। পরে আর্চওয়ে মেশিনে তার প্যান্টের মধ্যে ধাতব পদার্থের সংকেত পাওয়া যায়। পরে প্যান্টের বিভিন্ন অংশ থেকে সাদা রংয়ের স্কচটেপে মোড়ানো ছয়টি প্যাকেট উদ্ধার করা হয়। সেখানে ৬৫টি সোনার বার পাওয়া যায়, যার প্রতিটির ওজন ১০০ গ্রাম। যার বাজর মূল্য প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।