বাসায় একা পেয়ে মেয়েকে ধর্ষণ করলেন বাবা!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২০শে মে ২০১৯ ১০:৫১ অপরাহ্ন
বাসায় একা পেয়ে মেয়েকে ধর্ষণ করলেন বাবা!

বাসায় একা পেয়ে ১২ বছরের সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে রুবেল উকিল নামে পাষন্ড এক বাবাকে রোববার রাতে গ্রেফতার করেছে র‌্যাব।নারায়ণগঞ্জের রূপগঞ্জের পার্শ্ববর্তী ভাটারা থানাধীন জগন্নাথপুরে এ ধর্ষণের ঘটনা ঘটে।

সোমবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‌্যাব-১ এর পূর্বাচল ক্যাম্পের সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদী জানান, বরিশালের বিমান বন্দর থানার চন্ডিপুর এলাকার শাহজাহান উকিলেরর ছেলে রুবেল উকিল তার ১২বছর বয়সী সৎ মেয়েকে বাড়িতে একা পেয়ে গত ২৪ এপ্রিল ধর্ষণ করে। এমনকি এ ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়। ২৬ এপ্রিল ফের ধর্ষণ করলে মেয়েটি তার মাকে সব বলে দেয়। পরে মেয়ের মা রাতেই ভাটারা থানায় মামলা করেন।

২০০৫ সালে ওই মেয়ের মা মাদারীপুর জেলার রাজৈর থানার এক ব্যক্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এ সংসারে একটি মেয়ে সন্তানের (ভিকটিম) জন্ম হয়। ২০০৯ সালে ওই মেয়ের মা তার স্বামীকে তালাক দেন। পরে রুবেল উকিলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব