দয়াকরে নাটক-সিনেমা বানিয়ে আমার মেয়েকে দোজখে নেবেন না, নুসরাতের মা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১৭ই মে ২০১৯ ১০:০৯ অপরাহ্ন
দয়াকরে নাটক-সিনেমা বানিয়ে আমার মেয়েকে দোজখে নেবেন না, নুসরাতের মা

'আমার মেয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন। শুনতেছি কেউ কেউ নাকি আমার মেয়েকে নিয়ে নাটক ও সিনেমা বানানোর প্রস্তুতি নিয়েছেন। দয়া করে আমার মেয়েকে নিয়ে কেউ সিনেমা বা নাটক বানাবেন না।' শুক্রবার বিকালে ফেনীর সোনাগাজীতে যৌন হয়রানির প্রতিবাদ করায় আগুনে পুড়িয়ে হত্যা করা মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির মা শিরিন আক্তার এসব বলেন।

তিনি বলেন, 'নুসরাত শহীদ হয়ে গোটা বিশ্বের মানুষের মনে দাগ কেটেছে। সে কবরে চিরনিন্দ্রায় শায়িত আছে। সিনেমা-নাটক বানিয়ে তাকে দয়া করে দোজখে নেবেন না। তাকে নিয়ে সিনেমা ও নাটক বানালে তার আত্মা কষ্ট পাবে। আমরা আখেরাতে তার কাছে জবাব দিতে পারব না। আমার মেয়ে একটি নিষ্পাপ ফুল। এই ফুলকে কষ্ট দেবেন না।'

শিরিন আক্তার বলেন, 'আমরা অর্থের দিক দিয়ে গরিব হতে পারি। কিন্তু ধর্মের দিক দিয়ে আমরা গরিব নই। আমার মেয়েকে প্রথমে নূরানী মাদ্রাসায়, পরে মহিলা মাদ্রাসায় এবং সেখান থেকে দাখিল পাস করার পর সোনাগাজী মাদ্রাসায় ভর্তি করাই। এই মাদ্রাসা থেকে আলিম পাস করার পর সে ওই মাদ্রাসায় আর পড়ত না।'

তিনি বলেন, 'নুসরাতের বাপ, দাদা, চাচা ও ভাই সবাই আলেম। দুনিয়াতে কিছু না পেলেও আখিরাতে আমার মেয়ে শহীদি মর্যাদা পাবে। পবিত্র রমজান মাস যাচ্ছে। আমার কাছে যেন কেয়ামত যাচ্ছে। কারণ সাহরি ও ইফতারের সময় আমার মেয়ে নুসরাত আমার সঙ্গে খেতে বসত। গল্প করত। গরম পানি করত। আজকে আমার মেয়ে নেই। সবই আছে। রোজাও আছে। আমার মেয়েকে নিয়ে অনেকে ওয়াজ ও গজল বানিয়েছেন। আরও বানাতে পারেন। কিন্তু কোনো সিনেমা বা নাটক বানিয়ে আমার মেয়ের আত্মাকে কষ্ট দেবেন না।’ নুসরাতের মা আরও বলেন, ‘আমরা ভালো আছি। আমরা জীবিত অবস্থায় নুসরাতের খুনিদের বিচার দেখে যেতে চাই। তাহলে আমার মেয়েটির আত্মা শান্তি পাবে।’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব