
প্রকাশ: ১৭ মে ২০১৯, ৩:২৫

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাব্বির আহমেদের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলাবাসী। শুক্রবার (১৭ মে) দুপুরে উপজেলা সদরের শরীয়তপুর-চাঁদপুর সড়কে এই মানববন্ধন করেন তারা। ভেদরগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয় সূত্র জানায়, সাব্বির আহমেদ ২০১৭ সালের ২২ অক্টোবর ভেদরগঞ্জে ইউএনও হিসেবে যোগ দেন। গত ১৪ মে তাকে ফরিদপুরের বোয়ালমারি উপজেলায় বদলির আদেশ জারি হয়। এরপর সাব্বির আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানান। তখন থেকেই ভেদরগঞ্জের বিভিন্ন স্তরের মানুষ ফেসবুকে বিভিন্ন প্রতিক্রিয়া দেখান। বদলির আদেশ বাতিল করে তাকে ভেদরগঞ্জেই রাখার দাবি জানান তারা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব