বাউফলে ডাক্তারের যৌন হয়রানির শিকার গৃহবধূ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১৫ই মে ২০১৯ ০৭:৫৫ অপরাহ্ন
বাউফলে ডাক্তারের যৌন হয়রানির শিকার গৃহবধূ

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তানের চিকিৎসা নিতে এসে যৌন হয়রানির শিকার হয়েছেন এক গৃহবধূ (২২)। এ ঘটনায় উপজেলার বিভিন্ন সূধি মহল ও হাসপাতাল পাড়ায় বইছে নিন্দার ঝড়। গৃহবধূর বাড়ি উপজেলার কালাইয়া ইউপির আয়নাবাজ কালাইয়া গ্রামে। ঘটনাটি ধামাচাপা দিতে ওই গৃহবধূর সন্তানকে হাসপাতাল থেকে রেফার করে দেয়ারও অভিযোগ উঠেছে । মঙ্গলবার রাতে ওই ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে গৃহবধূ তার ১১ মাস বয়সী সন্তানকে নিয়ে বাউফল হাসপাতালে আসেন এবং ডাক্তার আবদুর রউফের অধীনে তাকে ভর্তি করেন। হাসপাতালে ভর্তীর রেজিস্ট্রেশন নম্বর ২৭৪৮/৭)। চিকিৎসক আবদুর রউফ ওই গৃহবধূকে মোবাইল ফোনে কল করে হাসপাতাল কোয়াটারে তার চেম্বারে দেখা করতে বলেন। এরপর প্রায় রাত ৮টার সময় ওই গৃহবধূ তার এক ভাবীকে সাথে নিয়ে ডাক্তারের চেম্বারে যান। ওই গৃহবধূর সাথে তার স্বজনকে দেখে ডাক্তার রাগন্বিত হয়ে উঠেন এবং তাকে পুনরায় হাসপাতালে গিয়ে ভর্তির কাগজপত্র নিয়ে একা আসতে বলেন। প্রায় ১০/১৫ মিনিট পর ওই গৃহবধূ ডাক্তারের চেম্বারে যান। তখন চেম্বারে তিনি ছাড়া অন্য কেউ ছিলেন না। এই সুযোগে ডাক্তার আবদুর রউফ তাকে কুপ্রস্তাব দেন। তিনি রাজি না হওয়ায় ডাক্তার রউফ তাকে ঝাপটে ধরেন এবং শরীরের স্পর্ষ কাতর স্থানে হাত দেন। 

ওই গৃহবধূ ধস্তাধস্তির এক পর্যায়ে চেম্বার থেকে বাইরে এসে তার এক মামাকে মোবাইল করলে তিনি দ্রুত ঘটনাস্থলে চলে আসেন এবং ডাক্তার রউফের চেম্বারে ঢুকে তাকে কিল ঘুষি দেন।  ঘটনাটি গৃহবধূ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করেছেন। এ দিকে এ ঘটনার পর বুধবার সকালে হাসপাতাল থেকে ওই গৃহবধূর সন্তানকে পটুয়াখালী রেফার করা হয়েছে। এ প্রসঙ্গে  ডাঃ আবদুর রউফ বলেন, পূর্বের ঘটনার জের ধরে এ ঘটনাটি পরিকল্পিত ভাবে সাজানো হয়েছে। এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা জানান, ঘটনাটি আমাকে মৌখিক ভাবে জানানো হয়েছে। কোন লিখিত অভিযোগ পাইনি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব